Messi Event Referee | যুবভারতী বিতর্কের জের, মেসি অল স্টার ম্যাচ খেলানোর অপরাধে ৪ রেফারিকে শাস্তি দিল IFA

Wednesday, January 21 2026, 4:38 pm
Messi Event Referee | যুবভারতী বিতর্কের জের, মেসি অল স্টার ম্যাচ খেলানোর অপরাধে ৪ রেফারিকে শাস্তি দিল IFA
highlightKey Highlights

১৩ ডিসেম্বর মেসি ইভেন্টে মোহনবাগান মেসি অলস্টার এবং ডায়মন্ড হারবার মেসি অল স্টারের মধ্যেকার ম্যাচ খেলানো চার রেফারিকেই নির্বাসিত করল আইএফএ।


এবার শাস্তির মুখে ১৩ ডিসেম্বর মেসি ইভেন্টে মোহনবাগান মেসি অলস্টার এবং ডায়মন্ড হারবার মেসি অল স্টারের মধ্যেকার ম্যাচ খেলানো চার রেফারি। বোর্ড সূত্রে খবর, ওইদিন যুবভারতীতে আয়োজিত ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন রোহন দাশগুপ্ত, দেবদত্ত মণ্ডল, নীলরতন সরকার এবং দেবব্রত নস্কর। অভিযোগ, ওই ম্যাচ খেলানোর জন্য তাঁরা রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থা এবং রেফারি সংস্থার (CRA) কাছ থেকে কোনও অনুমতি নেননি। ১ বছরের জন্য নির্বাসনে পাঠানো হচ্ছে রেফারি রোহন দাশগুপ্তকে। তিন সহকারী রেফারিকে ৬ মাসের জন্য নির্বাসিত করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File