YouTube | ভুয়ো ভিডিও রুখতে তৎপর ইউটিউব, কোপ পড়ছে নামীদামী চ্যানেলের আয়ের ওপর!
Friday, April 4 2025, 2:39 am

জনপ্রিয় সিনেমার যেসব ভুয়ো ট্রেলার প্রকাশিত হয়,সেগুলির আয় বন্ধ করতে নতুন পদক্ষেপ গ্রহন করল ইউটিউব কর্তৃপক্ষ।
ইউটিউবে ভুয়ো ট্রেলার দেখিয়ে টাকা আয় রুখতে নড়েচড়ে বসলো ইউটিউব কর্তৃপক্ষ। তাদের দাবি, বেশ কিছু চ্যানেল ভিউ বাড়াতে মার্ভেল বা হ্যারি পটারের মতো বিখ্যাত সিরিজগুলোর ভুয়ো ট্রেলার বানিয়ে ইউটিউবে ছাড়ে। এআই এবং নানারকম প্রযুক্তির সাহায্যে এমন কিছু সিনেমার ট্রেলার তারা তৈরি করে, যেসব সিনেমা আদতে কোনওদিন তৈরিই হয়নি। ফলে দর্শকদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়। ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, বিজ্ঞাপনী আয়, দর্শক সংখ্যার নিরিখে আয়, কোনও কিছুই আর পাবে না এই চ্যানেলগুলি।