আন্তর্জাতিক

Donald Trump Attack | ফের বিপদে ট্রাম্প! রিপাবলিকান পার্টির সভায় গ্রেফতার AK47-সহ যুবক! ছুরি নিয়ে প্রবেশের চেষ্টায় গুলিতে নিহত আরেক যুবক!

Donald Trump Attack | ফের বিপদে ট্রাম্প! রিপাবলিকান পার্টির সভায় গ্রেফতার AK47-সহ যুবক!  ছুরি নিয়ে প্রবেশের চেষ্টায় গুলিতে নিহত আরেক যুবক!
Key Highlights

ফের ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ছক? ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সমাবেশে ঢোকার আগেই একে-৪৭ রাইফেল-সহ গ্রেফতার করা হল এক আততায়ীকে।

ফের ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ছক? ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সমাবেশে ঢোকার আগেই একে-৪৭ রাইফেল-সহ গ্রেফতার করা হল এক আততায়ীকে। পাশাপাশি ওই কর্মসূচিতে ছুরি নিয়ে প্রবেশের চেষ্টা করে আরও এক যুবক। জানা গিয়েছে, তাঁকে গুলি করে হত্যা করেছে পুলিশ। সূত্রের খবর, আমেরিকার মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির ন্যাশনাল কনভেনশনের আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প-দহ দলের সব শীর্ষ নেতৃত্ব। অনুমান করা হচ্ছে ট্রাম্পের উপর হামলার উদ্দেশ্য নিয়েই সেখানে উপস্থিত হয়েছিল তারা।