Telengana | খালি মহিলা কামরায় ধর্ষণের চেষ্টা! যুবকের হাত থেকে রক্ষা পেতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ তরুণীর!
Monday, March 24 2025, 2:00 pm

দুষ্কৃতীর হাত থেকে রক্ষা পেতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ তরুণীর! গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি বছর তেইশের তরুণী।
দুষ্কৃতীর হাত থেকে রক্ষা পেতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ তরুণীর! গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি বছর তেইশের তরুণী। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানায়। ট্রেনে চেপে সেকেন্দ্রাবাদ থেকে মেডচল যাচ্ছিলেন ওই তরুণী। মহিলা কামরায় প্রথমে ওই তরুণী ছাড়াও আরও দুজন ছিলেন। কিন্তু তারা নেমে গেলে বছর পঁচিশের এক যুবক ওঠেন সেই কামরায়। অভিযোগ, একা তরুণীকে পেয়ে তাঁকে কুপ্রস্তাব দেন ওই যুবক। এমনকি ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত। এরপরই গুন্ডলা পোচামপল্লি স্টেশনের কাছে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন তরুণী। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- তেলেঙ্গানা
- ট্রেন
- লোকাল ট্রেন
- ক্রাইম