রাজ্য

Panagarh | হাইওয়েতে গাড়ি নিয়ে ধাওয়া, পানাগড়ে ইভটিজিংয়ের জেরে পথদুর্ঘটনায় মৃত্যু তরুণীর!

Panagarh | হাইওয়েতে গাড়ি নিয়ে ধাওয়া, পানাগড়ে ইভটিজিংয়ের জেরে পথদুর্ঘটনায় মৃত্যু তরুণীর!
Key Highlights

চন্দননগরের বাসিন্দা ২৭ বছরের সুতন্দ্রা চট্টোপাধ্যায় এক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী।

হাইওয়েতে ইভটিজিং! পথদুর্ঘটনায় মৃত্যু তরুণীর! পুলিশ সূত্রে খবর, চন্দননগরের বাসিন্দা ২৭ বছরের সুতন্দ্রা চট্টোপাধ্যায় এক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী। রবিবার রাতে চন্দননগর থেকে একটি গাড়িতে সুতন্দ্রা সহ পাঁচজন বিহারের গয়ার দিকে রওনা দেন। ১৯ নং জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় সাদা রঙের চারচাকা গাড়ি ধাওয়া করে তাদের। সুতন্দ্রাকে উদ্দেশ্য করে খারাপ কথাবার্তা বলতে থাকে ওই গাড়ির ভেতরে থাকা ৫ যুবক। এমনকি সুতন্দ্রাদের গাড়িতে এসে ধাক্কা মারায় উল্টে যায় সেটি। ঘটনায় মৃত্যু হয় সুতন্দ্রার, আহত আরও ২ জন।