Paris Paralympic 2024 | প্যারালিম্পিকে ভারতের ঝুলিতে এলো ৮নম্বর পদক, ডিসকাস থ্রোয়ে রুপো আনলেন যোগেশ কাঠুনিয়া
যোগেশ কাথুনিয়া প্যারিস প্যারালিম্পিকস ২০২৪এ ডিসকাস থ্রোতে রুপো আনলেন। ভারতের মেডেল সংখ্যা দাঁড়ালো ৮।
প্যারিসের প্যারালিম্পিকে আরও এক পদক জয় ভারতের! ডিসকাস থ্রোয়ের এফ৫৬ বিভাগে রুপো আনলেন যোগেশ কাঠুনিয়া। এই নিয়ে ভারতের ঝুলিতে চলতি প্যারালিম্পিকে মোট ৮টি পদক এলো। যোগেশ প্রথম থ্রোয়ে সর্বোচ্চ ছুঁড়েছেন ৪২.২২ মিটার। পরের পাঁচটিতে ছোঁড়েন ৪১.৫০ মিটার, ৪১.৫৫ মিটার, ৪০.৩৩ মিটার, ৪০.৮৯ মিটার ও ৩৯.৬৮ মিটার। এই বিভাগে সোনা জিতেছেন ব্রাজিলের বাতিস্তা। তিনি ছোঁড়েন ৪৬.৮৬ মিটার। ৪১.৩২ মিটার ছুঁড়ে ব্রোঞ্জ পেয়েছেন গ্রিসের কনস্তানতিনোস। উল্লেখ্য, ২০২০র টোকিও অলিম্পিকেও রুপো পেয়েছিলেন যোগেশ।
- Related topics -
- খেলাধুলা
- অলিম্পিক
- প্যারিস অলিম্পিক্স-প্যারালিম্পিক্স ২০২৪
- অলিম্পিক্স