১৯৯৯-এ আতঙ্কবাদীদের কাছে পণবন্দি হতে চেয়েছিলেন মমতা, তৃণমূলে যোগদানের পর বললেন যশবন্ত সিনহা
তিন বছর আগে বিজেপি ছাড়ার পর আজ তৃণমূলে যোগদান করলেন বাজপেয়ীর সময়কালীন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা। যোগদানের পর তিনি জানান ১৯৯৯ সালে তালিবান জঙ্গিগোষ্ঠী একটি বিমান C-814, আফগানিস্তানের কান্দাহারে যাত্রীবোঝাই করে উড়ে গেছিল। সাতদিন ধরে যাত্রীদের ছাড়ানোর জন্য গোটা দেশ জুড়ে যখন জল্পনা চলছে, তখন মমতা নিজের জীবন বাজী রাখার প্রস্তাব জানিয়েছিলেন। যশবন্ত সিনহার ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় একজন লড়াকু নেত্রী।
- Related topics -
- দেশ
- রাজনীতি
- মমতা ব্যানার্জী
- রাজ্য