দুই ছেলেকে নিয়ে সপরিবারে দীপাবলি পালন করলেন যশ-নুসরত, প্রথমবার প্রকাশ্যে এল রেয়াংশ আর ঈশানের ছবি
Friday, November 5 2021, 11:23 am
Key Highlightsদীপাবলির দিন যশরত-এর ঝুলি থেকে সারপ্রাইজের পর সারপ্রাইজ বার হল। আলোর উৎসবে প্রথমবার নিজের দুই ছেলেকে প্রকাশ্যে আনলেন যশ দাশগুপ্ত। প্রথমবার ২মাসের ঈশানের ছবি প্রকাশ্যে আনলেন নুসরত। একফ্রেমে দুই ভাইকে বন্দি করে তা নিজেদের অনুরাগীদের সাথে শেয়ার করলেন অভিনেতা। এদিন দাশগুপ্ত পরিবারের পোশাকে দেখা মিলল রং মিলান্তি। বেগুনি রঙা শাড়িতে সেজেছেন অভিনেত্রী নুসরত, যশের পরনে ছিল বেগুনি পঞ্জাবি আর সাদা চোস্তা। ঈশান এবং তাঁর দাদাও বাবার পঞ্জাবির সঙ্গে একদম ম্যাচ করা সাবেকি পোশাকে সেজেছিলেন ।
- Related topics -
- সেলিব্রিটি
- টলিউড
- নুসরত জাহান
- যশ দাশগুপ্ত
- কালীপূজা
- দীপাবলি

