১৮ মিনিটে মোবাইল ফোন ফুল চার্জ হবে, এবার নতুন প্রযুক্তি আসছে Xiaomi-র

Thursday, January 14 2021, 3:39 pm
highlightKey Highlights

নতুন আবিষ্কারের দিকে এখন নজর দিয়েছে চিনা সংস্থা Xiaomi. Fast Charging ও Wireless Charging Technology-র দিকে ঝুঁকছে সংস্থাটি। কিছুদিনের মধ্যেই 80W wireless charging technology-র মাস প্রোডাকশন শুরু করতে পারে শাওমি। স্মার্টফোন, ল্যাপটপ ও অন্য প্রোডাক্ট চার্জ করা আগের থেকে অনেক সহজ হয়ে যেতে পারে। Xiaomi Mi 10 Ultra ও Xiaomi Mi 11-এই দুটি ফ্ল্যাগশিপ স্মার্টফোনে এখন ৫০ ওয়াট-এর ফাস্ট চার্জিং ফিচার্স দিচ্ছে শাওমি। ফ্ল্যাগশিপ ফোনগুলিতে ইতিমধ্যে 80W wireless charging technology টেস্ট করছে সংস্থাটি। ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হলেই মাস প্রোডাকশন শুরু হতে পারে বলে জানা যাচ্ছে। ফেব্রুয়ারি মাসে Xiaomi Mi 11 Pro লঞ্চ হওয়ার কথা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File