X Filed Case | কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মামলা করলো X! ভারতের IT অ্যাক্টের বেশ কিছু ধারা নিয়ে অভিযোগ তুললো মাস্কের সংস্থা!

Thursday, March 20 2025, 12:54 pm
highlightKey Highlights

ভারতের তথ্যপ্রযুক্তি আইন বা ITঅ্যাক্টের বেশ কিছু ধারা নিয়ে আপত্তি জানিয়েছে X।


কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করলো ইলন মাস্কের X। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? ভারতের তথ্যপ্রযুক্তি আইন বা ITঅ্যাক্টের বেশ কিছু ধারা নিয়ে আপত্তি জানিয়েছে X। কর্নাটক হাইকোর্টে মামলা দায়ের করে তাদের দাবি, এই আইনের একটি অনুচ্ছেদ সুপ্রিম কোর্টের নির্দেশ এবং ভারতের সংবিধানের মতপ্রকাশের স্বাধীনতাকে খর্ব করছে। এরপরই মামলা করে X দাবি করেছে, সরকার আইনের এই অনুচ্ছেদের মাধ্যমে সমান্তরাল কনটেন্ট ব্লকিং মেকানিজ়ম তৈরি করেছে। নয়া আইনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপর সেন্সরশিপ করা হচ্ছে বলেও অভিযোগ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File