L&T Chairman Comment | 'কথার ভুল ব্যাখা করা হয়েছে'! ৯০ ঘন্টা কাজ করার মন্তব্য নিয়ে L&T চেয়ারম্যানের 'ঢাল' হলেন HR হেড

Tuesday, January 14 2025, 5:03 pm
L&T Chairman Comment | 'কথার ভুল ব্যাখা করা হয়েছে'!  ৯০ ঘন্টা কাজ করার মন্তব্য নিয়ে L&T চেয়ারম্যানের 'ঢাল' হলেন HR হেড
highlightKey Highlights

তাঁর বক্তব্য, সুব্রহ্মণ্যমের কথার ভুল ব্যাখা করা হয়েছে। তিনি আদতে এত লম্বা সময় কাজের কথা বলেননি।


সপ্তাহে ৯০ ঘন্টা কাজ! সংস্থার কর্মীদের কাজ করতে হবে রবিবারও! সম্প্রতি এমনই বক্তব্য পেশ করায় বিতর্ক ও সমালোচনার মুখে লারসেন অ্যান্ড টুব্রোর (L&T) চেয়ারম্যান এসএন সুব্রহ্মণ্যম। তাঁর এহেন মন্তব্যর বিরুদ্ধে আওয়াজ তুলেছেন বিভিন্ন সংস্থার কর্মচারী, কর্মকর্তা, ইনফ্লুয়েন্সার, এমনকি তারকারাও। এবার সুব্রহ্মণ্যমের 'ঢাল' হলেন সংস্থার HR হেড সনিকা মুরলীধরন। তাঁর বক্তব্য, সুব্রহ্মণ্যমের কথার ভুল ব্যাখা করা হয়েছে। তিনি আদতে এত লম্বা সময় কাজের কথা বলেননি। তিনি নাকি সাধারণ ভাবেই এই মন্তব্য করেছিলেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File

লেটেস্ট আপডেট