Vinesh Phogat । কুস্তির মঞ্চে ফিরছেন ভিনেশ ফোগাট, শেয়ার করলেন অনুশীলনের কিছু মুহূর্ত

প্যারিস অলিম্পিক্সের ব্যর্থতার হতাশা কাটিয়ে ফের অনুশীলন শুরু করলেন কুস্তিগীর ভিনেশ ফোগাট।
২০২৪ সালে প্যারিস অলিম্পিক্সে ওজনের কারণে বাদ পড়েছিলেন কুস্তিগীর ভিনেশ ফোগাট। তারপরই কুস্তি থেকে অবসর ঘোষণা করেছিলেন তিনি। যোগ দেন রাজনীতিতে। হরিয়ানা বিধানসভা নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেসে জুলানা কেন্দ্রে জেতেনও ভিনেশ। তবে রাজনীতি যে তাঁর জন্যে নয় তা সম্ভবত বুঝতে পেরেছিলেন তিনি। তাই ফের কুস্তিতে ফিরতে চেয়েছিলেন তিনি। ব্যর্থতার হতাশা কাটিয়ে সেইমতো আবার কুস্তির ময়দানে নামলেন ভারতকন্যা। নতুন বছরে শুরু করলেন কঠোর অনুশীলন। অনুশীলনের ভিডিও শেয়ারও করলেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।