WWII Bomb | হংকংয়ের ঘনবসতিপূর্ণ এলাকায় মিলল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা! তড়িঘড়ি সরানো হলো ৬০০০ বাসিন্দাকে

বোমা উদ্ধারের পরেই আশেপাশের এলাকা থেকে প্রায় ৬ হাজার মানুষকে তাঁদের বাড়ি থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।
যুদ্ধের সময় হংকং শহরটি জাপানের বাহিনীর সামরিক ঘাঁটি ছিল। সম্প্রতি হংকংয়ের কোয়েরি বে এলাকার একটি নির্মাণস্থল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বিশাল বোমা উদ্ধার হয়েছে। বোমা উদ্ধারের পরই আশেপাশের প্রায় ১ হাজার ৯০০টি পরিবারকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, ৪৫০ কিলোগ্রাম ওজনের ওই বোমাটি তৈরি হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। বোমাটি প্রায় ১.৫ মিটার লম্বা। শুক্রবার সন্ধ্যায় বোমাটি নিষ্ক্রিয় করার কাজ শুরু হয়। শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ বোমাটি সফলভাবে নিষ্ক্রিয় করা গিয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ
- বোমা উদ্ধার
- হং কং
- জাপান