সম্ভবত পিছিয়ে যেতে পারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, ম্যাচ হবে ১৮ থেকে ২২ জুন
Monday, January 25 2021, 4:41 pm

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সম্ভবত পিছিয়ে যাচ্ছে। প্রথমে ঠিক ছিল লর্ডসে এই ম্যাচ হবে ১০ থেকে ১৪ জুন। কিন্তু সংবাদ সংস্থার খবর, এবার এই ম্যাচ হবে ১৮ থেকে ২২ জুন। পরের দিন, অর্থাৎ ২৩ জুন রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং ২০২১ সালের আইপিএল ফাইনালের মধ্যে যাতে সঙ্ঘাত না হয়, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসিসি-র এই সিদ্ধান্ত থেকে পরিষ্কার, আন্তর্জাতিক ক্রিকেট সূচিতে আইপিএল ক্রমশ তার জায়গা পাকা করে নিচ্ছে। এখনও আইপিএলের দিন ঘোষণা না হলেও আইসিসি আগে থেকেই এই ক্রিকেট লিগের জন্য নিজেদের তৈরি রাখতে শুরু করেছে।
- Related topics -
- খেলাধুলা
- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ
- আইপিএল ২০২১
- ক্রিকেট