বিশ্ব হেপাটাইটিস দিবস: কেন হয় হেপাটাইটিস? লক্ষণ কি? আক্রান্ত হলে কি করবেন?

Wednesday, July 28 2021, 8:03 am
highlightKey Highlights

আজ ২৮শে জুলাই, "বিশ্ব হেপাটাইটিস দিবস"। হেপাটাইটিস হল যকৃত বা লিভারের প্রদাহজনিত অসুখ। মূলত লিভারে ভাইরাসের সংক্রমণের ফলেই এই রোগ হয়। Hepatitis A, B, C, D, E নামে মোট ৫টি ভাইরাস এক্ষেত্রে চিহ্নিত হয়েছে। চিকিৎসকদের মতে, সঠিক সময়ে চিহ্নিত হলে সহজেই ওষুধের সাহায্যে এই রোগের নিরাময় সম্ভব। বেশি দেরি হয়ে গেলে অনেক ক্ষেত্রে ক্রনিকের চরম পর্যায়ে পৌঁছতে পারে। সাধারণত কিছু রক্ত পরীক্ষা এবং লিভার ফাংশন টেস্টের (এলএফটি) মাধ্যমে রোগ নির্ণয় করা হয়ে থাকে। এই রোগে আক্রান্ত হলে শরীরকে যতটা সম্ভব ঠান্ডা রাখতে হবে। সম্ভব হলে আখের রস, কচি ডাবের জল, মৌরি-মিছরি ভেজানো জল খাওয়ানো যেতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File