আন্তর্জাতিকচীনকে সম্পূর্ণ ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করল হু, ট্যুইট সোশ্যাল মিডিয়ায়
১৯৫০ সাল থেকে চীন ম্যালেরিয়ামুক্ত গড়ার উদ্যোগ নিয়েছিল। ওষুধ, কড়া নজরদারির মাধ্যমে মানুষ এবং পরজীবীদের সঙ্গে অ্যানোফিলিস মশার সংক্রমণ শৃঙ্খল ভাঙতে প্রযুক্তির ব্যবহার করেই ম্যালেরিয়ার মতো রোগ থেকে নিজেদের মুক্ত করতে পেরেছে চিন। ছয়ের দশকে চীনা রসায়নবিদ থু ইউইউ ওয়ার্মউড (আর্টেমিসিয়া অ্যানুয়া) থেকে আর্টিমিসিনিন (ম্যালেরিয়া প্রতিরোধী ওষুধ) নিষ্কাশন করতে সমর্থ হয়েছিলেন। এর জন্য তিনি ২০১৫ সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিন কোটি রোগী ও তিন লাখ মৃত্যু থেকে আজ বিশ্বের সবথেকে বেশি জনসংখ্যার দেশ চীনকে ম্যালেরিয়া সংক্রমণশূন্য ঘোষণা করল হু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে মিলল শংসাপত্র।