খেলাধুলা

Neeraj Chopra | 'সোনার ছেলে'র প্রতিযোগিতা 'নীরজ চোপড়া ক্লাসিকে' অংশ নেবেন বিশ্বমানের অ্যাথলিটরা! আমন্ত্রণ আর্শাদকেও!

Neeraj Chopra | 'সোনার ছেলে'র প্রতিযোগিতা 'নীরজ চোপড়া ক্লাসিকে' অংশ নেবেন বিশ্বমানের অ্যাথলিটরা! আমন্ত্রণ আর্শাদকেও!
Key Highlights

নিজের নামে একটা প্রতিযোগিতার আয়োজন করতে চলেছেন ভারতের 'সোনার ছেলে' নীরজ চোপড়া।

নিজের নামে একটা প্রতিযোগিতার আয়োজন করতে চলেছেন ভারতের 'সোনার ছেলে' নীরজ চোপড়া। আগামী ২৪ মে বেঙ্গালুরুর শ্রী কান্তীরাভা স্টেডিয়ামে শুরু হবে 'নীরজ চোপড়া ক্লাসিক'। এই ইভেন্টটি প্রতিবছর অনুষ্ঠিত হবে। এবারের সংস্করণে শুধু পুরুষদের জ্যাভলিন ইভেন্টই থাকবে। তবে ভবিষ্যতে আরও ইভেন্ট অন্তর্ভুক্ত করার পরিকল্পনা চলছে। নীরজ চোপড়া জানান, অ্যান্ডারসন পিটার্স, থমাস রোহলার, কার্টিস থম্পসনের মতো বেশ কয়েকজন বিশ্বমানের অ্যাথলিট এই প্রতিযোগিতায় অংশ নেবেন। এমনকি পাক জ্যাভলার আর্শাদকেও আমন্ত্রণ জানিয়েছেন নীরজ।