সিআইএ-র হয়ে কাজ করা চরদের চিন ও পাকিস্তান নিজেদের কাজে লাগাচ্ছে এমনটাই দাবি কাউন্টার ইন্টেলিজেন্স-এর
Thursday, October 7 2021, 2:52 pm
Key Highlightsএকাধিক দেশ আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ-র হয়ে কাজ করা চরদের ‘শিকার’ করছে। কখনও গ্রেফতার করা হচ্ছে আবার কখনও তাঁদের খুন করা হচ্ছে। অথবা তাঁদের কখনো আমেরিকার বিরুদ্ধেই চর হিসেবে কাজ করতে বাধ্য করা হচ্ছে। দাবি করা হয়েছে, এই ধরনের প্রবণতা গত কয়েক বছর ধরেই চলছে রাশিয়া, চিন, ইরান এবং পাকিস্তানে। আমেরিকার কাউন্টার ইন্টেলিজেন্স এ বিষয়ে সতর্কবার্তাও দিয়েছে সিআইএ-কে। রিপোর্ট অনুযায়ী, চরবৃত্তির জন্য সিআইএ যে সব বিদেশিকে কাজে লাগিয়েছে তাঁদের খুন করা হচ্ছে অথবা বন্দি করা হচ্ছে, এর ফলে আগামী দিনে বিভিন্ন দেশে গুপ্তচর নিয়োগে আমেরিকা বড়সড় সমস্যার মুখে পড়তে পারে বলে দাবি করেছে কাউন্টার ইন্টেলিজেন্স।