Bangladesh gets Loan | বিদ্যুত খাতে বাংলাদেশকে ৩ কোটি ডলার লোন দেবে বিশ্বব্যাঙ্ক, এদিকে আদানির লোন এখনও পরিশোধ করেনি বাংলাদেশ
Friday, January 24 2025, 5:53 am

বিশ্বব্যাঙ্কের থেকে বিদ্যুৎ খাতে মোটা অনুদানের আশ্বাস পেল বাংলাদেশ। রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের বিদ্যুৎ খাতে আরও তিন কোটি ডলার দেবে বলে জানিয়েছে বিশ্বব্যাঙ্ক।
কুমিল্লা, নোয়াখালি, চট্টগ্রাম অঞ্চলে বিদ্যুৎ পরিষেবা নিরবিচ্ছিন্ন করতে 'এনহ্যান্সমেন্ট অ্যান্ড স্ট্রেংদেনিং অফ পাওয়ার ট্রান্সমিশন নেটওয়ার্ক ইন ইস্টার্ন রিজিয়ন প্রজেক্ট' শুরু করতে চলেছে বাংলাদেশ। এক্ষেত্রে বিদ্যুৎ খাতে বাংলাদেশকে আরও তিন কোটি ডলার লোন দেবে বলে জানিয়েছে বিশ্বব্যাঙ্ক। চুক্তি অনুযায়ী, ঋণ পরিশোধের সময়সীমা ৩০ বছর। এর সঙ্গে ৫ বছরের বর্ধিত সময়ে বসবে ১.২৫ শতাংশ হারে সুদ। এদিকে বাংলাদেশের কাছ থেকে পাওনা ৮৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ফেরত চেয়ে চিঠি দিয়েছে আদানি।