World Bank | সিন্ধু জলচুক্তি নিয়ে হস্তক্ষেপ করবে না বিশ্বব্যাঙ্ক! পাকিস্তানকে আরও চাপে ফেললেন প্রেসিডেন্ট অজয় বাঙ্গা!
Friday, May 9 2025, 5:30 am
Key Highlightsবিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা সাফ জানিয়ে দিলেন, ভারত যদি চুক্তি বাতিল করে তাতে কিছু বলার থাকবে না বিশ্বব্যাঙ্কের।
সবদিক থেকেই মার খাচ্ছে পাকিস্তান। বায়ু, স্থল ও জল পথে পাকিস্তনকে মোক্ষম জবাব দিচ্ছে ভারতের সেনা। এদিকে জলচুক্তি স্থগিত করায় রীতিমতো শুকিয়ে মরার আশঙ্কায় পাকিস্তান। এই আবহে বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা সাফ জানিয়ে দিলেন, ভারত যদি চুক্তি বাতিল করে তাতে কিছু বলার থাকবে না বিশ্বব্যাঙ্কের। বৃহস্পতিবারই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট। বৈঠক করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গেও। উল্লেখ্য, ১৯৬০ সালে এই বিশ্ব ব্যাঙ্কের মধ্যস্থতাতেই সিন্ধু জলচুক্তি সই করে ভারত পাকিস্তান।
-  Related topics - 
 - দেশ
 - ভারত
 - নরেন্দ্র মোদি
 - পাকিস্তান
 - চুক্তি স্বাক্ষর
 

 