Deucha Pachami | শুরু হলো দেউচা পাচামিতে কাজ! BGBS চলাকালীনই হয়ে গেলো ভিতপুজো

বৃহস্পতিবার দুপুরে জেলাশাসক, পুলিশ সুপারের উপস্থিতিতে হয়ে গেল ভিতপুজো।
অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিনই মুখ্যমন্ত্রী মমতা বলছিলেন বীরভূমে দেউচা পাচামি কয়লাখনির পরিকাঠামো একেবারে তৈরি। চাইলে বৃহস্পতিবার থেকেই সেখানে কাজ শুরু করা যেতে পারে। সেই মতো দেউচা পাচামিতে শুরু হয়ে গেল কাজ। বৃহস্পতিবার দুপুরে জেলাশাসক, পুলিশ সুপারের উপস্থিতিতে হয়ে গেল ভিতপুজো। জেলাশাসক বিধান রায় জানান, এখানকার ভূপ্রাকৃতিক গঠন অনুসারে, মাটির পরই রয়েছে ব্যাসাল্ট, তারপর কয়লা। সেই ব্যাসাল্ট স্তরটি তোলার কাজ শুরু হয়ে গিয়েছে। তাঁর দাবি, এখানে ৯০ শতাংশ স্থানীয় মানুষই কাজ পেয়েছেন।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- বীরভূম
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন