Vaibhav Suryavanshi | অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে ৫২ বলে সেঞ্চুরি! রেকর্ড গড়লেন ‘বিস্ময় বালক’ বৈভব সূর্যবংশী!

অনূর্ধ্ব-১৯ ক্রিকেটেও ‘বিস্ময় প্রতিভার’ দাপট অব্যাহত। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৫২ বলে সেঞ্চুরি হাঁকাল বৈভব সূর্যবংশী।
চলছে ভারত বনাম ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ ওয়ানডে ম্যাচ। অনূর্ধ্ব ১৯ দলে অব্যাহত বৈভব ম্যাজিক। এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ওয়ানডেতে আয়ুষ মাত্রের সঙ্গে ওপেন করতে নামেন বৈভব সূর্যবংশী। মাঠে নেমেই ৫ রানে আউট হন আয়ুষ। তবে বিধ্বংসী মেজাজে ব্যাট করে ৫২ বলে সেঞ্চুরি হাঁকালেন বৈভব। আর এই শতরানের সাথে সাথে গড়লেন বিশ্বরেকর্ডও। এর আগে ওয়ানডেতে ৫৩ বলে সেঞ্চুরি করেছিলেন পাকিস্তানের কামরান গুলাম। সেই রেকর্ড ভেঙে দিলেন ১৪ বছর বয়সী এই ভারতীয় ক্রিকেটার।