Women's Cricket world Cup 2025 | রবিতে জিতলে পুরুষদের বিশ্বকাপের থেকেও বেশি পুরস্কার মূল্য পকেটে ঢোকাবেন হরমানপ্রীতরা!
Saturday, November 1 2025, 3:02 pm
Key Highlightsরবিবার হরমনপ্রীত কউররা জিতলে শুধু ইতিহাসই গড়বেন না, পাশাপাশি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের থেকেও বেশি পুরস্কার মূল্য পাবেন।
রবিতে নবি মুম্বইয়ে মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামছে ভারতের মহিলা ক্রিকেট দল। এবার মোট পুরস্কার মূল্য ১১৬ কোটি টাকা। চ্যাম্পিয়ন দল পাবে ৩৭.৩ কোটি টাকা। অন্যদিকে রানার্সরা পাবে ২০ কোটি টাকা। প্রতিটি অংশগ্রহণকারী দলকে ২ কোটি টাকা দেওয়া হবে। পঞ্চম (শ্রীলঙ্কা) ও ষষ্ঠ স্থানে (নিউজিল্যান্ডে) থাকা দল ৫.৮ কোটি এবং সপ্তম (বাংলাদেশ) ও অষ্টম (পাকিস্তান) স্থানে থাকা দল ২.৩ কোটি টাকা পাবে। গ্রুপ স্টেজে জয় পিছু ২৮ লক্ষ টাকা করে পাবে দলগুলি। ২০২২ এর তুলনায় এবারের পুরস্কার মূল্য ২৩৯ % বেড়েছে।
- Related topics -
- খেলাধুলা
- ভারতীয় ক্রিকেটদল
- ক্রিকেট
- ভারত মহিলা জাতীয় ক্রিকেট দল
- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল
- ক্রিকেটার
- মহিলা ক্রিকেটার
- ক্রিকেট বিশ্বকাপ
- দক্ষিণ আফ্রিকা
- আফ্রিকা
- ওডিআই বিশ্বকাপ

