High Court | মৃত স্বামীর চাকরি পেলে দায়িত্ব নিতে হবে শাশুড়িরও! রায় আদালতের
Wednesday, December 18 2024, 1:41 pm
Key Highlights
স্বামীর কর্মরত অবস্থায় মৃত্যু হলে যদি তাঁর স্ত্রী কমপ্যাশনেট গ্রাউন্ডে চাকরি পান, তাহলে তাঁকে অবশ্যই নিতে হবে শ্বশুর শাশুড়ির দায়িত্ব।
স্বামীর কর্মরত অবস্থায় মৃত্যু হলে যদি তাঁর স্ত্রী কমপ্যাশনেট গ্রাউন্ডে চাকরি পান, তাহলে তাঁকে অবশ্যই নিতে হবে শ্বশুর শাশুড়ির দায়িত্ব। পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট এক মামলায় এমনই রায় দিল। উল্লেখ্য, ২০০২ সালের মার্চে মারা যান কাপুরথালায় রেল কোচ ফ্যাক্টরিতে কর্মরত এক ব্যক্তি। ২০০৫ সালে কমপ্যাশনেট গ্রাউন্ডে তাঁর স্ত্রী সেই চাকরি পেলেও সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে চলে যান ওই মহিলা। ২০২২ সালে পুত্রবধূর থেকে খোরপোশের দাবি করে মামলা করেন ওই ব্যক্তির মা।