স্বাস্থ্য'ভাইক্যারিয়াস মেনস্ট্রুয়েশন', রজঃস্রাবের সময় এবার চোখ দিয়ে ঝরল রক্তের ধারা

Key Highlightsঋতুচক্রের রজঃস্রাবের সময় একটি মহিলার শরীরের ভেতরে অনেক জায়গায় রক্ত ঝরতে পারে। কিন্তু, এবার ব্রিটেনে এক মহিলার ঋতুচক্রের সময় দুটি চোখ দিয়ে গলগল করে রক্ত ঝরে পড়েছে। চিকিৎসকেরা তাঁর স্বাস্থ্যের পরীক্ষা করে কোনোকিছু অস্বাভাবিক কিছু পায়নি। এমনকি মহিলাটির মাথা বা চোখ অথবা শরীরের অন্য কোনো অঙ্গে কোনো ব্যথা অনুভব করেননি। চিকিৎসকের ভাষায় এটি "ভাইক্যারিয়াস মেনস্ট্রুয়েশন" নাম পরিচিত। সম্প্রতি আন্তর্জাতিক চিকিৎসা গবেষণা পত্রিকা ‘বিএমজে কেস রিপোর্টস’-এ প্রকাশিত হয়েছে।