আজ রাত থেকেই কমতে পারে তাপমাত্রা, জাঁকিয়ে বসবে শীতের কামড়, অনুমান আবহাওয়াবিদদের !
Tuesday, November 3 2020, 8:29 am
Key Highlights আবহাওয়াবিদদের অনুমান অনুযায়ী, এই সপ্তাহের শেষের দিক থেকেই শীতের কামড় জাঁকিয়ে বসতে পারে । রাতের দিকে তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নামতে পারে। আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ, আগামীকাল থেকে তাপমাত্রা নামার আশঙ্খা । তবে, জলীয় বাষ্পের কারণে দুপুরে সেই আমেজ উধাও থাকলেও সকল-সন্ধ্যেয় তা বেশ অনুভব করা যাবে। আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গে তাপমাত্রা নামতে পারে। দক্ষিণ ভারতে এখনো সক্রিয় উত্তর পূর্ব মৌসুমি বায়ু, ফলে আগামী কয়েকদিন তামিলনাডু, কেরালা, কর্ণাটক, অন্ধপ্রদেশ, পন্ডিচেরি ও সংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারীর বৃষ্টির সম্ভাবনা আছে। কাল থেকেই দক্ষিণবঙ্গের জেলায় রাতের তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করবে।
Related topics - - রাজ্য
- আবহাওয়া
- ঋতু