Virat Kohli | ভারত ছেড়ে এবার পাকাপাকিভাবে বিদেশেই থাকবেন 'বিরুষ্কা'? জানালেন বিরাটের শৈশবের কোচ
কোহলির শৈশবের কোচ রাজকুমার শর্মা লেন, ‘হ্যাঁ, বিরাট ওর স্ত্রী ও সন্তানকে নিয়ে লন্ডনে যাওয়ার পরিকল্পনা করছে। ও ভারত ছেড়ে শীঘ্রই লন্ডনে চলে যাবে।’
ভারত ছেড়ে বিদেশে থাকবেন তারকা জুটি বিরাট কোহলি অনুষ্কা শর্মা? সম্প্রতি এমনটাই দাবি করলেন কোহলির শৈশবের কোচ রাজকুমার শর্মা। তিনি একটি সাক্ষাৎকারে বলেন, ‘হ্যাঁ, বিরাট ওর স্ত্রী ও সন্তানকে নিয়ে লন্ডনে যাওয়ার পরিকল্পনা করছে। ও ভারত ছেড়ে শীঘ্রই লন্ডনে চলে যাবে।’ প্রসঙ্গত, চলতি বছর 'বিরুষ্কা'র পুত্র সন্তানের জন্মের আগে বিরাট ও অনুষ্কা লম্বা সময় ধরে লন্ডনে ছিলেন। অন্যদিকে, বিরাট ও অনুষ্কা ইংল্যান্ড সফরের সময় একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন ভারতে থাকলে তাঁরা নিজেদের মতো ঘুরতে পারেন না।