TCS Layoff Protest | ১২ হাজার নয়, ৩০ হাজার কর্মী ছাঁটাই করবে TCS? দেশজুড়ে বিক্ষোভ!

আইটি অ্যান্ড আইটিইএস কর্মীদের ইউনিয়নে বক্তব্য, ১২ হাজারের থেকেও অনেক বেশি কর্মী চাকরি হারাতে পারেন।
সম্প্রতি দেশের অন্যতম আইটি কোম্পানি TCS তাদের ১২ হাজার কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত ঘোষণা করে। কিন্তু আদতে সেই সংখ্যা ১২ হাজার নয়, বরং ৩০ হাজার! এমনই দাবি তুলে দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ দেখাচ্ছেন আইটি অ্যান্ড আইটিইএস কর্মীদের ইউনিয়নের সদস্যরা। তাদের বক্তব্য, ১২ হাজারের থেকেও অনেক বেশি কর্মী চাকরি হারাতে পারেন। যদিও TCSর তরফে ইউনিয়নের দাবিকে অসত্য ও বিভ্রান্তিকর বলেই উল্লেখ করা হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, তারা বিশ্বজুড়ে তাদের ২শতাংশ কর্মী অর্থাৎ ১২ হাজার কর্মীই ছাঁটাই করবে।
- Related topics -
- দেশ
- ভারত
- টিসিএস
- টাটা
- টাটা গ্রূপ
- কর্মী ছাটাই