Dilip Ghosh | তৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চে দেখা যাবে দিলীপ ঘোষকে? তুঙ্গে জল্পনা!

Monday, July 7 2025, 9:12 am
highlightKey Highlights

সোমবার সকালে ইকো পার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, ‘‘কোনও না কোনও মঞ্চে তো আমাকে দেখা যাবেই।”


২১ জুলাইয়ের মঞ্চে দেখা যাবে বিজেপি নেতা দিলীপ ঘোষকে? সম্প্রতি এমনই জল্পনা তুঙ্গে। সোমবার সকালে ইকো পার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, ‘‘কোনও না কোনও মঞ্চে তো আমাকে দেখা যাবেই। আসুক না ২১ তারিখ। রাজনীতি জল্পনায় চলে। দেখা যাক না কী হয়। জল্পনা দিয়েই অনেকের রাজনীতি হয়। আমার জলও নেই। পোনাও নেই। আমার রাজনীতি আছে। ২১ জুলাইয়ের পর আর কোনও প্রশ্ন থাকবে না।’’এদিকে নতুন রাজ্য সভাপতি হওয়ার পর শমীক ভট্টাচার্য বলেন, ”দিলীপ ঘোষকে যেখানে কাজে লাগানোর সেখানেই লাগানো হবে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File