ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়ে ফের জল্পনা, মেসির পর এবার রোনাল্ডো দল বদলাতে পারে
Wednesday, August 25 2021, 9:07 am
Key Highlightsফ্রান্সের সংবাদপত্র 'এল ইকুইপ'-এর দাবী ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুভেন্টাস ছাড়তে চাইছেন। রোনাল্ডোর সঙ্গে এখনও এক বছরের চুক্তি রয়েছে জুভেন্টাসের। পাশাপাশি জানা যাচ্ছে তাঁর গন্তব্য হতে পারে প্যারিস সঁ জঁ। কিন্তু ফ্রান্সের ক্লাব লিয়োনেল মেসিকে সই করানোর পর এই মুহূর্তে রোনাল্ডোকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী নয়। ইটালির সাংবাদিক ফ্যাব্রিজিয়ো রোমানোর মতে, পর্তুগিজ ফুটবল তারকা ম্যাঞ্চেস্টার সিটিতে যোগ দিতে পারেন। এই মরসুমে ইটালিতেই থাকবেন রোনাল্ডো।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিস্টিয়ানো রোনাল্ডো
- ফুটবল

