Amitabh Bachchan | অবসরের পর অযোধ্যায় থাকবেন 'বিগ বি'? রামমন্দিরের কাছে জমি কিনলেন অমিতাভ বচ্চন

চব্বিশ সালের গোড়াতেই অযোধ্যাতে সুবিস্তৃত জমি কিনেছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। ফের রামনগরীতে নতুন জমি কিনে চর্চার শিরোনামে বিগ বি।
চব্বিশ সালের গোড়াতে রামমন্দির উদ্বোধনের আগেও মন্দির থেকে ঢিল ছোড়া দূরত্বে অযোধ্যায় ‘হাভেলি অবধে’ জমি কিনেছিলেন বিগ বি। এবার অযোধ্যায় আবারও নতুন জমি কিনে খবরের শিরোনামে বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। জানা গিয়েছে, রামমন্দির থেকে দশ কিলোমিটার দূরে ৫৪,৪৫৪ বর্গফুটের এক বিশাল জমি কিনেছেন অমিতাভ। সূত্রের খবর, সাড়ে ৪ কোটি টাকার এই জমিতে নিজের পিতা তথা স্বনামধন্য কবি স্বর্গীয় হরিবংশ রাই বচ্চনের নামে মেমোরিয়াল ট্রাস্ট তৈরির পরিকল্পনা করছেন তিনি।
- Related topics -
- বিনোদন
- অমিতাভ বচ্চন
- অযোধ্যা
- রামমন্দির
- উত্তরপ্রদেশ
- বলিউড