Aligarh Muslim University | ‘সংখ্যালঘু’ তকমা ফিরে পাবে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়? বড় রায় দিলো সুপ্রিম কোর্ট
Friday, November 8 2024, 8:37 am
Key Highlights
১৯৬৭ সালে দেওয়া সুপ্রিম কোর্টের 'ঐতিহাসিক ' রায় খারিজ করে দিলো শীর্ষ আদালত।
১৯৬৭ সালে দেওয়া সুপ্রিম কোর্টের 'ঐতিহাসিক ' রায় খারিজ করে দিলো শীর্ষ আদালত। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ‘সংখ্যালঘু’ তকমা খুলে দিলো সুপ্রিম কোর্ট। শুক্রবার সুপ্রিম কোর্টের সাত সদস্যের সাংবিধানিক বেঞ্চ ৪:৩ বিভাজনের রায়ে জানিয়ে দিল, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ‘সংখ্যালঘু’ তকমা দাবি করতেই পারে। তবে, ঐতিহ্যমণ্ডিত ওই বিশ্ববিদ্যালয় সংখ্যালঘু তকমা পাবে কিনা, সেটা ঠিক করবে অন্য একটি বেঞ্চ। সেটার জন্য একটি পৃথক তিন বিচারপতির নতুন বেঞ্চ গঠন করা হবে। সেই বেঞ্চই সিদ্ধান্ত নেবে।
- Related topics -
- দেশ
- ভারত
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত