UP Murder Case | পরকীয়া জেনে ফেলায় অবসরপ্রাপ্ত সেনাকর্মী স্বামীকে খুন করে ৬ টুকরো করলো স্ত্রী!

মিরাট কাণ্ডের ছায়া এবার বাহাদুরপুরে। পরকীয়া জেনে ফেলায় অবসরপ্রাপ্ত সেনাকর্মী স্বামীকে খুন করে টুকরো করলো স্ত্রী!
মিরাট কাণ্ডের ছায়া এবার বাহাদুরপুরে। পরকীয়া জেনে ফেলায় অবসরপ্রাপ্ত সেনাকর্মী স্বামীকে খুন করে টুকরো করলো স্ত্রী! উত্তর প্রদেশের বাহাদুরপুরের বাসিন্দা মায়া দেবীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল অনিল যাদব নামক এক ব্যক্তির সঙ্গে। তাদের এই সম্পর্কের কথা জানতে পারেন তার স্বামী দেবেন্দ্র কুমার। এরপরই প্রেমিক এবং দুজন সহযোগীর সাহায্যে স্বামীকে খুন করেন মায়া দেবী। এরপর পরিকল্পনা মাফিক দেবেন্দ্র কুমারের দেহ ছয় টুকরো করে বালিয়া জেলার বিভিন্ন নদীর পাড়ে গিয়ে ফেলে আসে তারা। এরপর নিখোঁজ ডায়েরিও করেন মায়া দেবী।