Jaipur Murder | মিরাটের পর এবার জয়পুর! বিবাহ বহুর্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুন করলেন স্ত্রী ও তার প্রেমিক!
Thursday, March 20 2025, 12:40 pm

মিরাটের পর এবার জয়পুরে স্ত্রীর বিবাহ বহুর্ভূত সম্পর্কের জন্য খুন হতে হলো স্বামীকে!
মিরাটের পর এবার জয়পুরে স্ত্রীর বিবাহ বহুর্ভূত সম্পর্কের জন্য খুন হতে হলো স্বামীকে! রাজস্থানের জয়পুরে স্ত্রী গোপালি দেবীর সঙ্গে দিনদয়াল কুশওয়াহা নামের এক পুরুষের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলেছিলেন ধন্নালাল সাইনি। ওই সম্পর্কে আপত্তিও জানান তিনি। এর পরই লোহার রড দিয়ে ধন্নালালের মাথায় আঘাত করে পরে শ্বাসরোধ করে তাকে খুন করে স্ত্রী ও তার প্রেমিক। দেহটি লোপাট করতে সেটি একটি বস্তায় ভরে মোটরসাইকেলে চেপে জঙ্গলে ফেলে তাতে আগুন ধরিয়ে দেয় অভিযুক্তরা।