Sheldon Jackson । আইপিএলের আগেই অবসর নিলেন তারকা ক্রিকেটার, কপালে চিন্তার ভাঁজ কেকেআরের
Saturday, January 4 2025, 5:10 pm
Key Highlights
ভারতীয় ক্রিকেট তথা ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন উইকেটকিপার ব্যাটার শেল্ডন জ্যাকসন।
নতুন মরসুমে দল গুছিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এরই মাঝে অবসর ঘোষণা করলেন উইকেটকিপার ব্যাটার শেল্ডন জ্যাকসন। সীমিত ওভারের ক্রিকেট থেকে অবসর নিলেন এই প্রাক্তন কেকেআর তারকা। সৈয়দ মুস্তাক আলি টি ২০ টুর্নামেন্টে একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ পান নি সৌরাষ্ট্রের তারকা। ইন্টারভিউয়ে তিনি বলেছেন, নতুন প্রজন্মের জন্যে জায়গা ছেড়ে দিলেন তিনি। এই তারকা ব্যাটারের ঝুলিতে রয়েছে ৯ টি শতরান, ১৪টি অর্ধশতক। টি২০তে করেছেন ১টি শতরান, ১১টি অর্ধশতক।