Bratya Basu | 'DI অফিস অভিযান কেন?' শিক্ষকদের ওপর লাঠিচার্জের ঘটনায় পাল্টা প্রশ্ন শিক্ষামন্ত্রীর!
Wednesday, April 9 2025, 11:27 am
Key Highlightsবিশেষভাবে উত্তাল হয়ে ওঠে কসবা। সেখানে বিক্ষোভকারী শিক্ষকদের ওপর লাঠিচার্জ করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।
আজ রাজ্যজুড়ে জেলায় জেলায় DI অফিসের সামনে বিক্ষোভে নামেন সদ্য চাকরিহারা শিক্ষকরা। কিন্তু বিশেষভাবে উত্তাল হয়ে ওঠে কসবা। সেখানে বিক্ষোভকারী শিক্ষকদের ওপর লাঠিচার্জ করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। ঘটনায় কয়েকজন চাকরিহারা লাঠির আঘাতে গুরুতর আহত হন। কিন্তু কেন লাঠি চালাল প্রশাসন?এই প্রশ্ন করতেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পালটা প্রশ্ন, DI অফিস অভিযান কেন? তার বক্তব্য, 'ক্ষেপিয়ে তোলার চেষ্টা হবে। শিক্ষকদের ঠিক করতে হবে, তাঁরা সরকারের সঙ্গে থাকবে নাকি যারা উসকানি দিচ্ছে তাঁদের সঙ্গে থাকবে।'
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- শহর কলকাতা
- এসএসসি
- কসবা
- ব্রাত্য বসু
- শিক্ষামন্ত্রী
- পুলিশ
- রাজ্য পুলিশ
- শিক্ষক নিয়োগ
- শিক্ষক নিয়োগে দুর্নীতি
- বিক্ষোভ

