স্বাস্থ্য

গর্ভবতী মহিলাদের জন্য গ্রহণ কি ক্ষতিকারক? কি বলছেন বিশেষজ্ঞরা, আসুন জানি...

গর্ভবতী মহিলাদের জন্য গ্রহণ কি ক্ষতিকারক? কি বলছেন বিশেষজ্ঞরা, আসুন জানি...
Key Highlights

সূর্য, চাঁদ ও পৃথিবী নিজের অক্ষরেখাতে ঘূর্ণায়মান। সূর্যোদয়, সূর্যাস্তের মতন সূর্য বা চন্দ্র গ্রহণও স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা। যদিও ধর্মীয় বিশ্বাসে অনেকেই গ্রহণকে অশুভ বলেন। সেই অনুযায়ী, গ্রহণ চলাকালীন জানলায় মোটা পর্দা ঝুলিয়ে জানলা বন্ধ রাখতে হয়, ছুরি, কাঁচি বা সূচের মতো ধারালো জিনিস ব্যবহার করা যায় না, গ্রহণের আগে তৈরি করা খাবার গ্রহণের পরে না খাওয়া, গ্রহণ শেষে স্নান করা, এমনকি গর্ভবতীদের জল পান না করা ইত্যাদি নানা নিয়ম আছে। কিন্তু বৈজ্ঞানিক মতানুযায়ী, খালি চোখে গ্রহণ দেখলে রেটিনা নষ্ট হয় এবং পরিবেশে ভাইরাস, ব্যাকটিরিয়া বেড়ে যাওয়ায় তাই ওই সময় খাবার খাওয়া অস্বাস্থ্যকর।