Kolkata Metro | কেন বারবার জল জমছে মেট্রো স্টেশনে? কারণ খুঁজতে তৈরী হলো তদন্ত কমিটি!
Friday, July 4 2025, 11:25 am
Key Highlightsএই বিষয়ে আগামী সপ্তাহে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মেট্রো জেনারেল ম্যানেজার পি উদয় রেড্ডি।
নয় পার্ক স্ট্রিট, নাহলে চাঁদনী চক। আগের বছরের মতো চলতি বছরেও একটু টানা বৃষ্টিতে মেট্রো স্টেশনে জল জমার ঘটনার সাক্ষী থেকেছে কলকাতাবাসী। এবার এই ঘটনার কারণ খুঁজতে তদন্ত কমিটি তৈরি করেছেন মেট্রোর জেনারেল ম্যানেজার। ইতিমধ্যে এই বিষয়ে আগামী সপ্তাহে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মেট্রো জেনারেল ম্যানেজার পি উদয় রেড্ডি। কমিটিতে রাইটসের আধিকারিকদের পাশাপাশি রাখা হয়েছে নির্মাণ এবং সুড়ঙ্গ বিশেষজ্ঞদেরও।

