Champions Trophy-PCB | পুরস্কার প্রদানের অনুষ্ঠানে কেন উপস্থিত নেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজক PCBর কোনও সদস্য?

Monday, March 10 2025, 12:19 pm
highlightKey Highlights

পুরস্কার প্রদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না আয়োজক পাকিস্তানের কোনও প্রতিনিধি অথবা PCBর কোনও সদস্য।


চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া। কিন্তু পুরস্কার প্রদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না আয়োজক পাকিস্তানের কোনও প্রতিনিধি অথবা PCBর কোনও সদস্য। এই নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আখতারও। এক রিপোর্ট অনুযায়ী খবর, অন্য কাজে ব্যস্ত থাকায় উপস্থিত থাকতে পারেননি PCBর চেয়ারম্যান মহসিন নকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। কেবল PCBই নয়, ICCর ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। কারণ, পুরস্কার দেওয়ার মঞ্চে কারা থাকবেন, সেটা নির্ধারণ করে ICC।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File