Saif Ali Khan | বাড়িতে মার্সিডিজ-অডির মতো একাধিক বিলাসবহুল গাড়ি থাকতেও অটোতে করে হাসপাতাল কেন গেলেন সইফ?

Thursday, January 16 2025, 9:37 am
Saif Ali Khan | বাড়িতে মার্সিডিজ-অডির মতো একাধিক বিলাসবহুল গাড়ি থাকতেও অটোতে করে হাসপাতাল কেন গেলেন সইফ?
highlightKey Highlights

রাস্তা থেকে অটো ডেকে নিয়ে তড়িঘড়ি সাইফকে নিয়ে হাসপাতালে ছোটেন ২৩ বছর বয়সি ইব্রাহিম।


বাড়িতে রয়েছে রেঞ্জ রোভার ভোগ্যু, মার্সিডিজ এস ক্লাস, অডি R8, ফোর্ড মুস্তাং জিটির মতো একাধিক বিলাসবহুল গাড়ি। কিন্তু দুষ্কৃতীর হামলার পর অটোতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেতা সইফ আলি খানকে! জানা গিয়েছে, মধ্যরাতে যখন অভিনেতার ওপর হামলা হয় তখন এক মিনিটও সময় নষ্ট করতে চাননি ছেলে ইব্রাহিম আলি খান। বাড়ির সব গাড়ির খোঁজ করেন তিনি। কিন্তু যাওয়ার জন্য কোনওটাই পাওয়া যায়নি। এদিকে গাড়ি চালকরাও ঘুমাচ্ছিলো,যার ফলে রাস্তা থেকে অটো ডেকে নিয়ে তড়িঘড়ি সাইফকে নিয়ে হাসপাতালে ছোটেন ২৩ বছর বয়সি ইব্রাহিম।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File