Gukesh D | বিশ্ব চ্যাম্পিয়ন হয়েও নিজেকে 'সেরা' মানতে নারাজ! কাকে সেরা দাবাড়ু বললেন গুকেশ ডি?
Friday, December 13 2024, 1:35 pm
Key Highlights
১২ই ডিসেম্বর চিনের ডিং লিরেনকে পরাজিত করে কনিষ্ঠতম হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের ১৮ বছর বয়সী দাবাড়ু গুকেশ ডি।
১১ বছর বয়স থেকেই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। ১২ই ডিসেম্বর চিনের ডিং লিরেনকে পরাজিত করে কনিষ্ঠতম হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের ১৮ বছর বয়সী দাবাড়ু গুকেশ ডি। কিন্তু তা সত্ত্বেও নিজেকে 'সেরা' বলতে নারাজ বিশ্ব চ্যাম্পিয়ন। গুকেশ বলেন,‘বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার এই মানে নয় যে আমি সেরা দাবাড়ু, অবশ্যই ম্যাগনাস সেরা।' বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী লক্ষ্য নিয়েও কথা বলেন গুকেশ। তিনি বলেন, ‘সর্বোচ্চ স্তরে যত বেশি দিন খেলতে পারি সেই চেষ্টাই করব, এটাই আমার লক্ষ্য।'