BCCI Secretary | জয় শাহের পর বিসিসিআই-র সচিব পদে কে বসবেন? চূড়ান্ত হয়ে গেলো নাম

Saturday, January 4 2025, 2:59 pm
highlightKey Highlights

BCCI সচিব পদে বসতে চলেছেন দেবজিৎ সাইকিয়া। কোষাধ্যক্ষ পদে বসতে চলেছেন প্রভতেজ সিং ভাটিয়া।


ICCর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জয় শাহ। এরপর BCCI সচিব পদে কে বসবেন তা নিয়ে ঘোর আলোচনা শুরু হয়। অবশেষে চূড়ান্ত হয়ে গেলো সেই নাম। BCCI সচিব পদে বসতে চলেছেন দেবজিৎ সাইকিয়া। কোষাধ্যক্ষ পদে বসতে চলেছেন প্রভতেজ সিং ভাটিয়া। আশিস সেলারের স্থলাভিষিক্ত হতে পারেন তিনি। শনিবার বিকাল চারটের মধ্যে বোর্ডের নির্বাচনের জন্য সচিব পদে শুধু BCCIর যুগ্ম সচিব দেবজিৎ সাইকিয়া এবং প্রভতেজ সিং ভাটিয়া কোষাধ্যক্ষ পদে মনোনয়ন দেন। এই দুজনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File