আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ম্যালেরিয়া ভ্যাকসিনে অনুমোদন দিল WHO

বিশ্বের প্রথম ম্যালেরিয়া ভ্যাকসিনে অনুমোদন দিল WHO
Key Highlights

সবচেয়ে প্রাণঘাতী এবং পরিচিত মশাবাহিত রোগ ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে এই প্রথম কোনও ভ্যাকসিনকে আন্তর্জাতিকভাবে ছাড়পত্র দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)৷ বিশ্বে ফ্যানসিপেরাম ম্যালেরিয়ায় প্রতি দু’মিনিটে একটি করে শিশুর মৃত্যু হয়। তাই শিশুদের জন্য RTS,S/AS01 malaria vaccine -এ ব্যবহারে অনুমোদন দিল WHO। এই প্রতিষেধকটি ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) তৈরি করেছে, নাম 'মস্কুইরিক্স'। হু-এর গ্লোবাল ম্যালেরিয়া প্রোগ্রামের পরিচালক ডা. পেড্রো আলোনসো এই ভ্যাকসিনকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন।