খেলাধুলা

আইপিএলে প্রথম অভিষেক হতে চলেছে তরুণ অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গার

আইপিএলে প্রথম অভিষেক হতে চলেছে  তরুণ অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গার
Key Highlights

জল্পনার অবসান ঘটিয়ে এবার শ্রীলঙ্কান ক্রিকেটার ওয়ানিন্দু হাসারাঙ্গার দেখা মিলতে চলেছে আইপিএলের সংযুক্ত আরব আমিরশাহী পর্বে। ভারতের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের সুবাদেই তাঁকে অ্যাডাম জাম্পার পরিবর্তে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে নিল। ব্যক্তিগত সমস্যা এবং করোনা পরিস্থিতির জেরে অনেক ক্রিকেটারই আইপিএলের দ্বিতীয় অংশে অংশগ্রহণ করবেন না। করোনার আবহে এর আগে অ্যাডাম জাম্পা ভারত থেকেই দেশে ফিরে গিয়েছিলেন। তাই তিনি যে আইপিএলের দ্বিতীয় ভাগে খেলবেন না, তা একপ্রকার নিশ্চিতই ছিল। তারপরেই হাসারাঙ্গার আরসিবি দলে যোগ দিলেন।