R G Kar | 'তিলোত্তমা'র দেহ উদ্ধারের পর কার কার সঙ্গে কথা বলেছিলেন সন্দীপ ঘোষ? জেরা করে তথ্য জানালো সিবিআই
Friday, August 30 2024, 7:40 am
Key Highlightsআরজি কর কাণ্ডের তদন্ত করতে বারবার সন্দীপ ঘোষকে জেরা করছে সিবিআই।
আরজি কর কাণ্ডের তদন্ত করতে বারবার সন্দীপ ঘোষকে জেরা করছে সিবিআই। সূত্রের খবর, ঘটনার দিন সকাল ১০ টা নাগাদ তিনি বাড়িতে ছিলেন। স্নান করছিলেন। সেই সময়ে হাসপাতালের তরফে সুমিতা রায় তপাদার তাঁকে ফোন করে 'তিলোত্তমা'র দেহ উদ্ধারের খবর দেন। কিছুক্ষণের মধ্যে হাসপাতালে রওনা দেন সন্দীপ। হাসপাতালে যেতে ওসি টালা, অ্যাডিশনাল এমএসভিপিকে ফোন করে। ওসি টালার ফোন পেয়ে তাঁকে ঘটনাস্থল সিকিউর করতে বলেন। সেই সঙ্গে কল করেন সুদীপ্ত রায়, চেষ্ট মেডিসিনের বিভাগীয় প্রধানকেও।
- Related topics -
- আর জি কর কান্ড
- শহর কলকাতা
- ক্রাইম
- সিবিআই

