Rail Worker Death । টহল দিচ্ছিলেন রেললাইনে, রেলই কাড়লো রেলকর্মীর প্রাণ
Wednesday, December 4 2024, 5:32 pm
Key Highlights
মঙ্গলবার উত্তরপ্রদেশের মাঝোলা স্টেশন থেকে ৮০০ মিটার দূরে টহল দিচ্ছিলেন দুই রেলকর্মী। হঠাৎ ছুটে আসে টনকপুর মথুরা স্পেশাল ট্রেন। কাটা পড়েন দুজনে।
মঙ্গলবার উত্তরপ্রদেশের মাঝোলা স্টেশন থেকে ৮০০ মিটার দূরে টহল দিচ্ছিলেন দুই রেলকর্মী। হঠাৎ ছুটে আসে টনকপুর মথুরা স্পেশাল ট্রেন। ট্রেনটি এতটাই গতিতে ছিল যে বুঝে ওঠার সুযোগ পাননি দুই রেলকর্মী। তার আগেই কাটা পড়েন দুজনে। পুলিশ সূত্রে খবর , মৃত কর্মীদের নাম অমরজিৎ সিং রানা (২৭) এবং শিবা। খবর পেয়েই আরপিএফের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা মৃতদেহটি উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান।
- Related topics -
- দেশ
- উত্তরপ্রদেশ
- ট্রেন
- মৃত্যু