Malda | ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ! রাতে পাহারা দেওয়ার সময় মালদহে যুবককে পিটিয়ে খুন!

রাতে পাহারা দেওয়ার সময় মালদহের ইংরেজবাজার থানার অমৃতির সেকেন্দারপুর এলাকায় দুষ্কৃতীদের হাতে যুবক খুন!
ফের উত্তপ্ত মালদা। রাতে পাহারা দেওয়ার সময় মালদহের ইংরেজবাজার থানার অমৃতির সেকেন্দারপুর এলাকায় দুষ্কৃতীদের হাতে যুবক খুন! অভিযোগ, ওই এলাকায় নিয়মিত রাতে পাহারা দেন এলাকারই যুবকেরা। মঙ্গলবার রাতে পাহারা দিচ্ছিলেন আক্রান্ত যুবক শিবু মণ্ডল ও সূর্য মণ্ডল। হঠাৎ একদল যুবক গ্রামে ঢোকে। শিবুদের সন্দেহ হওয়ায় তারা জিজ্ঞাসাবাদ করতে গেলে শিবু ও সূর্যের উপর হামলা চালায় অভিযুক্ত যুবকরা। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন দু’জনই। হাসপাতালে নিয়ে গেলে শিবুকে মৃত বলে ঘোষণা করা হয়।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- মালদহ
- ক্রাইম
- খুন