Sourav Ganguly Biopic | 'প্রিন্স অফ ক্যালকাটা'র ভূমিকায় রাজকুমার রাও! কিন্তু স্ত্রী ডোনার ভূমিকায় দেখা যাবে কোন অভিনেত্রীকে?
Saturday, April 5 2025, 3:40 pm
Key Highlightsডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় বাঙালিয়ানা ফুটিয়ে তুলতে মুম্বইয়ের কাস্টিং ডিরেক্টর ভরসা রাখছেন বাঙালি অভিনেত্রীর উপরই।
ক্রিকেটের 'দাদা' সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে 'প্রিন্স অফ ক্যালকাটা'র ভূমিকায় দেখা যাবে রাজকুমার রাওকে। কিন্তু স্ত্রী ডোনার ভূমিকায় কোন নায়িকা থাকছেন তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছে গুঞ্জন। মাঝে শোনা যাচ্ছিলো তৃপ্তি দিমরিকে দেখা যাবে ডোনার ভূমিকায়। তবে মুম্বইয়ের জনপ্রিয় কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া নতুন জল্পনা উস্কে দিয়ে বলেন, ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় বাঙালিয়ানা ফুটিয়ে তুলতে মুম্বইয়ের কাস্টিং ডিরেক্টর ভরসা রাখছেন বাঙালি অভিনেত্রীর উপরই। যদিও চূড়ান্তভাবে এখনও কিছু ঠিক হয়নি।

