শহর কলকাতা

Kolkata Christmas | সবার শীর্ষে চিড়িয়াখানা! বড়দিনে শহর কলকাতায় কোথায় কোথায় হলো সবচেয়ে বেশি ভিড়?

Kolkata Christmas | সবার শীর্ষে চিড়িয়াখানা! বড়দিনে শহর কলকাতায় কোথায় কোথায় হলো সবচেয়ে বেশি ভিড়?
Key Highlights

বড়দিনে শহর কলকাতায় সবথেকে বেশি মানুষ ভিড় করেন চিড়িয়াখানায়। বুধবার সেখানে পা রেখেছেন প্রায় ৭০ হাজার মানুষ।

বড়দিন মানেই ঘোরাঘুরি, পেটপুজো। প্রতিবছরের মতোই শহর কলকাতা মেতে ওঠে ক্রিসমাস সেলিব্রেশনে। বাধা ধরা দর্শনীয় স্থানে ভিড় করেন আম জনতা। তবে এ বারও অন্যদের টেক্কা দিয়েছে আলিপুর চিড়িয়াখানা। তথ্য বলছে, বড়দিনে শহর কলকাতায় সবথেকে বেশি মানুষ ভিড় করেন চিড়িয়াখানায়। বুধবার সেখানে পা রেখেছেন প্রায় ৭০ হাজার মানুষ। এরপরেই রয়েছে ইকো পার্ক, সেখানে গিয়েছেন ৫৫,৫৪০ জন। এছাড়াও মিউজ়িয়াম ঘুরে দেখছেন ৭ হাজারের বেশি মানুষ। ভালোই ভিড় দেখা যায় বিধাননগর মেলা, পার্ক স্ট্রিট, বো ব্যারাক চত্বরে।