HS 2025 Result | আগামীকাল প্রকাশ হবে উচ্চমাধ্যমিক ২০২৫ এর ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?
Tuesday, May 6 2025, 3:55 pm
Key Highlightsআগামীকাল, বুধবার প্রকাশ হবে উচ্চমাধ্যমিক ২০২৫ এর ফলাফল। দুপুর সাড়ে ১২টায় সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করা হবে।
আগামীকাল, বুধবার প্রকাশ হবে উচ্চমাধ্যমিক ২০২৫ এর ফলাফল। দুপুর সাড়ে ১২টায় সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করা হবে। এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ৫০ দিনের মাথায় ফল প্রকাশ হতে চলেছে। কিন্তু কোথায় দেখা যাবে উচ্চ মাধ্যমিকের রেজ়াল্ট? দুপুর ২টো থেকে অনলাইনে রেজ়াল্ট দেখতে পাওয়া যাবে, ডাউনলোডও করা যাবে wbresults.nic.in , wbchse.wb.gov.in ও result.wb.gov.in ওয়েবসাইটে। তবে বুধবার মার্কশিট হাতে পাওয়া যাবে না। একদিন পরে ৮ মে, বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিকের মার্কশিট হাতে মিলবে।
-  Related topics - 
 - রাজ্য
 - পশ্চিমবঙ্গ
 - উচ্চমাধ্যমিক
 - উচ্চমাধ্যমিক 2025
 - উচ্চমাধ্যমিক রেজাল্ট
 

 